লটকন ফল ?What is baccaurea motleyana?
লটকন:এটি বর্ষাকালের মৌসুমী ফল।ইংরেজি নাম Burmese grap। লটকনের বৈজ্ঞানিক নাম Baccaurea sapida।দক্ষিণ এশিয়ায় বুনো গাছ হিসাবে দেখা যায়।কিন্তুু বাংলাদেশর বিভিন্ন জায়গায় বানিজ্যিক ভাবে দেখা যাচ্ছে।
লটকনের উপকারিতা ও গর্ভাবস্থায় লটকন খাওয়া যাবে কি?
লটকনের উপকারিতা এবং গর্ভাবস্থায় লটকন খাওয়ার উপকার:
১। লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে।
২।লটকনে ভিটামিন সি বেশি থাকায় ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে।
৩।এই ফলে নানা রকম খনিজ উপাদান রয়েছে। এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য। এইসব উপাদান শরীরকে সুস্থ রাখে। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯ গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে।
Comments
Post a Comment
Thank you